Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা তথ্য অফিসের উদ্যোগে কালকিনিতে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান অনুষ্ঠিত।
বিস্তারিত
জেলা তথ্য অফিসের উদ্যোগে কালকিনিতে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান অনুষ্ঠিত।
মাদারীপুর, ২৫ মে-২০২২ খ্রিঃ।
মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় কালিকিনি বালিকা দাখিল মাদ্রাসায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) এর আওতায়  “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
আলোচ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এচকান্দার আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার, কালকিনি পৌরসভা, মাদারীপুর। তিনি শিক্ষার্থীদের মাঝে গল্পাকারে অত্যন্ত আকর্ষণীয়ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে তাঁর বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হাবিব উল্লাহ খান এবং কালকিনি উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আশরাফুজ্জামান । অনুষ্ঠানের সভাপতিত্বে করেন কালকিনি দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট জনাব মোঃ আবু মুসা। আর অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাদারীপুর জেলা তথ্য অফিসের তথ্য অফিসার (ভাঃ) জনাব মোঃ বেনজীর আহমেদ। তিনি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস (১৯৪৭-১৯৭১) সংক্ষেপে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের মুক্তিযুদ্ধের আরো অনেক মনোমুগ্ধকর গল্প শুনিয়েছেন যা শিক্ষার্থীদেরকে দেশ প্রেমে ব্যাপক ভাবে উজ্জীবিত করবে বলে সকলে মনে প্রাণে বিশ্বাস করেন। 
মুক্তিযুদ্ধের চেতনায় এ প্রজন্মকে গড়ে তোলার জন্যই সরকারের এ আয়োজন। একটি স্বাধীন, অসম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য মক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করছেন। তার ৭ই মার্চের সেই অগ্নিঝরা ভাষণে তিনি বলেছেলিন-“এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।” তার এই বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বাঙ্গালীর আপামর জনসাধারণ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ শহীদের ও ০২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় বহুল কাঙ্খিত মহান স্বাধীনতা। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় ছাত্র-ছাত্রীদের উজ্জীবিত করতে বক্তরা বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানের  শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে প্রদর্শিত প্রামাণ্য চিত্র থেকে কিছু প্রশ্ন নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করা হয়।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/06/2023
আর্কাইভ তারিখ
21/02/2029