Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা তথ্য অফিসের উদ্যোগে কালকিনি উপজেলার রমজানপুরে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান অনুষ্ঠিত।
বিস্তারিত
জেলা তথ্য অফিসের উদ্যোগে কালকিনি উপজেলার রমজানপুরে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান অনুষ্ঠিত।
মাদারীপুর, ৩০ নভেম্বর-২০২২ খ্রিঃ।
মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ সকাল ১০.০০ টায় কালিকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীর হলরুমে  “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
জেলা তথ্য অফিসার মোঃ বেনজীর আহমেদ এর সভাপতিত্বে গতকাল বুধবার “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বেনজীর আহমেদ, তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) জেলা তথ্য অফিস, মাদারীপুর। রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমী হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল আকন, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, কালকিনি, মাদারীপুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন আকন, সুপারন্টেনডেন্ট, রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমী, কালকিনি। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মোঃ হাসিবুল ইসলাম হাসান, উপজেলা প্রোগ্রাম অফিসার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কালকিনি, মাদারীপুর।
মুক্তিযুদ্ধের চেতনায় এ প্রজন্মকে গড়ে তোলার জন্যই সরকারের এ আয়োজন। পরাধীনমুক্ত অসম্প্রদায়িক ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য মক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করছেন। তার ৭ই মার্চের সেই অগ্নিঝরা ভাষণে তিনি বলেছেলিন-“এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তার এই বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বাঙ্গালীর আপামর জনসাধারণ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ শহীদের ও ০২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় বহুল কাঙ্খিত মহান স্বাধীনতা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় ছাত্রছাত্রীদের উজ্জীবিত করতে বক্তরা বিশদ আলোচনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতা যু্দ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/11/2022
আর্কাইভ তারিখ
20/04/2027