শিরোনাম
জেলা তথ্য অফিস, মাদারীপুরের আয়োজনে ও জেলা প্রশাসন, মাদারীপুরের সার্বিক সহযোগিতায় 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
বিস্তারিত
জেলা তথ্য অফিস, মাদারীপুরের আয়োজনে ও জেলা প্রশাসন, মাদারীপুরের সার্বিক সহযোগিতায় ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুরের সম্মেলন কক্ষে 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুরের বীর মুক্তিযোদ্ধা জনাব নূরুল আলম বাবু চৌধুরী স্যারের সদয় উপস্থিতি উক্ত সভাটিকে বিশেষ সাফল্যমণ্ডিত করেছে।
সভার প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রেখেছেন মাদারীপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় ড.
রহিমা খাতুন স্যার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয় ডাঃ মুনীর আহমদ খান স্যার, মাদারীপুরের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় জনাব মোঃ মনিরুজ্জামান ফকির, পিপিএম স্যার এবং মাদারীপুর পৌরসভার সম্মানিত পৌর মেয়র জনাব মোঃ খালিদ হোসেন ইয়াদ মহোদয়।
অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমন্ত্রিত রিসোর্স পার্সন হিসেবে 'স্মার্ট বাংলাদেশ'-এর ওপর অত্যন্ত শিক্ষণীয় ও চমৎকার বক্তব্য রেখেছেন মাদারীপুরের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার।
সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার বিভিন্ন দপ্তরের সম্মানিত দপ্তর প্রধানবৃন্দ, যাঁরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে স্মার্ট বাংলাদেশের ধারণা এবং কীভাবে মাদারীপুর জেলাকে 'স্মার্ট মাদারীপুর' জেলায় রূপান্তরিত করা যেতে পারে এ সম্পর্কে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ মতামত দিয়ে আলোচ্য মতবিনিময় সভাটিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছেন।