জেলা তথ্য অফিস, মাদারীপুরের উদ্যোগে কমিউনিটি ডায়ালগ/মতবিনিময় সভার আয়োজন।
বিস্তারিত
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ে জেলা তথ্য অফিস, মাদারীপুরের উদ্যোগে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি শামসুল হক দর্জি বাড়ির প্রশস্ত ও খোলা আঙ্গিনায় একটি কমিউনিটি ডায়ালগ/মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সংশ্লিষ্ট বিষয়ে অংশগ্রহণমূলক বক্তব্য উপস্থাপন করেন তথ্য অফিসার মোঃ বেনজীর আহমেদ, জেলা তথ্য অফিস, মাদারীপুর। অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য
রাখেন ডাক্তার মোঃ নাসির উদ্দিন, কনসালট্যান্ট, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাদারীপুর।