শিরোনাম
জেলা তথ্য অফিস, মাদারীপুরের সক্রিয় ভূমিকায় রাজৈর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিস্তারিত
গত ৬ই ডিসেম্বর, ২০২২ তারিখে জেলা তথ্য অফিস, মাদারীপুরের সক্রিয় ভূমিকায় রাজৈর উপজেলার অন্তর্গত রাজৈর ইউনিয়নের চৌয়ারীবাড়ি গ্রামের স্থানীয় কৃষক জনাব দুলাল মণ্ডলের বাড়ির আঙিনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনের ক্যাম্পেইন উপলক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জনাব মোঃ বেনজীর আহমেদ, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, মাদারীপুর- এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অনাদি কুমার মণ্ডল, ডেপুটি ম্যানেজার (মনিটরিং), উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মাদারীপুর এবং সভার শেষে সমাপনী বক্তব্য রাখেন জনাব রাফিদ মাহবুব আহমাদ, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, মাদারীপুর।
গ্রামটির শিশুস্বাস্থ্য সুরক্ষা তথা সার্বিক জনস্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত সময়োপযোগী এই সভাটি আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করেছে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ)। উক্ত সভায় নিজেদের শিশুসন্তানকে সাথে নিয়েই উপস্থিত হয়েছিলেন চৌয়ারীবাড়ি গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক নারী, যাঁদের অনেকেরই সন্তানের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। ফলে উক্ত সভার আলোচ্যসূচি বিষয়ে তাঁদের আগ্রহ ছিল লক্ষণীয় এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাঁরা এই মতবিনিময় সভাটিকে আরও ফলপ্রসূ করে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উক্ত মতবিনিময় সভাস্থল থেকে নেয়া কিছু স্থিরচিত্রঃ