শিরোনাম
মাদারীপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে জিওবি খাতের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত ।
বিস্তারিত
জেলা তথ্য অফিস, মাদারীপুর কর্তৃক আয়োজিত শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্প ২০২৪-২০২৫ অর্থবছরে ১ম প্রান্তিক(জুলাই-সেপ্টেম্বর/২০২৪) জিওবি খাতের আওতায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা পুরানচর জলেমিন সরদারের বাড়িতে একটি কমিউনিটি সভার আয়োজন করা হয়। উক্ত কমিউনিটি সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়) জনাব হাছিনা আক্তার স্যার। এছাড়া উপস্থিত
থেকে বক্তব্য রাখেন মহিলা মেম্বার ফরিদা আক্তার। বক্তারা ডেঙ্গু প্রতিরোধ, নিপাহ ভাইরাস, নারী ও শিশুর সহিংসতা প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
(তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.)