শিরোনাম
,মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
বিস্তারিত
জেলা তথ্য অফিস, মাদারীপুর এর উদ্যোগে ২৪ মার্চ, ২০২৫ খ্রি. তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর অডিটোরিয়াম, মাদারীপুর এর হলরুমে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ
সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ হাবিবুল আলম, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার বিভাগ, মাদারীপুর। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা টি, এম শহীদুল্লাহ (রাজা), সাবেক কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাদারীপুর। তিনি শিক্ষার্থীদের মাঝে গল্পাকারে অত্যন্ত আকর্ষণীয়ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে তাঁর বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সানোয়ারা বেগম, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মাদারীপুর। জনাব শহীদুল ইসলাম মুন্সী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মাদারীপুর। কৃষিবিদ জনাব মোঃ জাকাত আলী, ডেপুটি কো-অর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, মাদারীপুর। অনুষ্ঠানটিতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব মোঃ বেনজীর আহমেদ সহকারী তথ্য অফিসার, মাদারীপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব দেলোয়ার হোসেন, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, মাদারীপুর। তিনি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস (১৯৪৭-১৯৭১) সংক্ষেপে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের মুক্তিযুদ্ধের আরো অনেক মনোমুগ্ধকর গল্প শুনিয়েছেন যা উপস্থিত অতিথিদের দেশ প্রেমে ব্যাপক ভাবে উজ্জীবিত করবে বলে সকলে মনে প্রাণে বিশ্বাস করেন।