মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গত ০৮ ডিসেম্বর, ২০২২ সকাল ১০.০০ টায় শিবচর উপজেলার স্বর্ণকার পট্টি এলাকায় শিক্ষক সমিতির হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, মানবপাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক
যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার আইন, ২০০৯ ইত্যাদি ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনাব রাফিদ মাহবুব আহমাদ, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস মাদারীপুর এর সভাপতিত্বে ও জনাব মোঃ বেনজীর আহমেদ, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, মাদারীপুর এর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিবচর উপজেলার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ কবীর হোসেনসহ উক্ত প্রোগ্রামের স্থানীয় পর্যায়ের একাধিক কর্ণধার। এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অনাদি কুমার মন্ডল, ডেপুটি ম্যানেজার (মনিটরিং), উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মাদারীপুর। এর পাশাপাশি অনুষ্ঠানটিতে আরো বক্তব্য রাখেন আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিবচর উপজেলার প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ রিপন হোসেন।
এছাড়াও ছাত্রী, শিক্ষিকা ও অভিভাবকসহ উল্লেখযোগ্য সংখ্যক নারী উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, যাঁরা তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাবেশটিকে আরও বেশি ফলপ্রসূ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।